সারাদেশ
সিলেটের জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান কর্মকর্তারা।
সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন সারওয়ার আলম

সিলেট প্রতিনিধি
বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান কর্মকর্তারা।
দায়িত্ব গ্রহণের সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নবনিযুক্ত ডিসি একটি কর্মশালায় সভাপতিত্ব করেন, যার বিষয় ছিল পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট সাদা পাথর লুটের অভিযোগে তৎকালীন ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হন সারওয়ার আলম, যিনি দেশে ভেজালবিরোধী অভিযান ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত। দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
১৩৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর