ডিএনআই-এর বড়সড় পুনর্গঠন: কর্মী কমাচ্ছেন তুলসী গ্যাবার্ড

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স - ডিএনআই) বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে।
সংস্থাটির পরিচালক তুলসী গ্যাবার্ড ঘোষণা দিয়েছেন, ডিএনআই-এর কর্মীসংখ্যা প্রায় ৫০ শতাংশ কমিয়ে আনা হবে এবং বার্ষিক বাজেট থেকে ৭০০ মিলিয়ন ডলার কেটে ফেলা হবে।
বৃহস্পতিবার বিবিসির একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
তুলসী গ্যাবার্ড জানান, গত দুই দশকে ডিএনআই প্রয়োজনের তুলনায় অনেক বড় ও অকার্যকর হয়ে উঠেছে। তাই সংস্থার দক্ষতা ও নিরপেক্ষতা পুনরুদ্ধার করতে এই পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে। তাঁর ভাষায়, এই পুনর্গঠনের মাধ্যমে সংস্থাটিকে আরও কার্যকর, সময়োপযোগী ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা হবে।
সংস্থার বিভিন্ন টিমকে একত্র করে আরও সমন্বিতভাবে কাজ করার পরিবেশ তৈরির কথাও জানিয়েছেন গ্যাবার্ড।
এদিন আরও একটি বিতর্কিত সিদ্ধান্তের কথা জানান ডিএনআই পরিচালক। সাবেক ও বর্তমান ৩৭ জন মার্কিন কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে হয়েছে বলে জানান তিনি।
তুলসী গ্যাবার্ডের অভিযোগ, এসব কর্মকর্তা গোপন গোয়েন্দা তথ্য রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন, অনুমতি ছাড়া তথ্য ফাঁস করেছেন এবং গোয়েন্দা মানদণ্ড ভঙ্গ করেছেন। তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি তিনি।
বাতিল হওয়া ছাড়পত্রধারীদের মধ্যে বেশ কয়েকজন জো বাইডেন ও বারাক ওবামা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
নিরাপত্তা ছাড়পত্রের মাধ্যমে সংবেদনশীল সরকারি তথ্য অ্যাক্সেস করা যায়। অনেক সাবেক কর্মকর্তা এটি বজায় রাখেন যাতে বর্তমান প্রশাসনকে পরামর্শ দিতে পারেন বা প্রতিরক্ষা ও মহাকাশ খাতের কিছু চাকরিতে কাজ চালিয়ে যেতে পারেন।
তবে ওই ৩৭ জনের ছাড়পত্র বর্তমানে সক্রিয় কি না, সে বিষয়ে গ্যাবার্ড কোনো স্পষ্টতা দেননি।
গ্যাবার্ডের দপ্তর থেকে আরও দাবি করা হয়েছে, ভয়ংকর মাদক ফেন্টানিল তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল ভারত সরবরাহ করছে। বিষয়টি নিয়ে আলাদা তদন্তের দাবি উঠছে।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে গ্যাবার্ড লেখেন, “নিরাপত্তা ছাড়পত্র কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুবিধা। যারা এই বিশ্বাস ভেঙেছেন, তারা জনগণের আস্থা নষ্ট করেছেন এবং শপথ ভঙ্গ করেছেন।”
তবে এই পোস্টেও কারও বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়নি।
১১৩ বার পড়া হয়েছে