‘পদমর্যাদা রিভিউ’ মামলার রায় পিছিয়ে ২৮ আগস্ট নির্ধারণ

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৭:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার টানা শুনানির কারণে গুরুত্বপূর্ণ 'রাষ্ট্রীয় পদমর্যাদা রিভিউ' মামলার রায় আবারও পিছিয়ে গেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটির পরবর্তী শুনানির তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করেন।
এর আগে বুধবার (২০ আগস্ট) রায় ঘোষণার কথা থাকলেও, মন্ত্রিপরিষদ বিভাগের আইনজীবী আপিল বিভাগ পরিবর্তনের আবেদন দাখিল করবেন বলে জানানো হয়। সে কারণেই বৃহস্পতিবারের জন্য রায়ের নতুন দিন ধার্য করা হয়েছিল।
উল্লেখ্য, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি শুরু হয় গত ২৭ এপ্রিল। ২০২৪ সালের ৯ জানুয়ারি বিচারকদের সংগঠন ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন’ রিভিউ শুনানির জন্য দ্রুত আবেদন করে। আবেদনটি আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে উপস্থাপন করেন আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবীর।
পরে রাষ্ট্রপক্ষ থেকেও পদমর্যাদার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা আদালতে আবেদন করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১১ জানুয়ারি ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (পদমর্যাদার ক্রম) সংশোধন করে আপিল বিভাগ রায় দেন। ওই রায়ে সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদেরকে অগ্রাধিকার দিয়ে জেলা জজদের পদোন্নতি দিয়ে সচিবদের সমমর্যাদায় উন্নীত করা হয়। এছাড়া প্রধান বিচারপতির অবস্থান জাতীয় সংসদের স্পিকারের সমান রাখা হয়।
রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ২০১৭ সালে মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের তৎকালীন চেয়ারম্যান পৃথকভাবে রিভিউ আবেদন করেন। পরবর্তীতে মামলায় রাষ্ট্রের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরাও যুক্ত হন।
১২৬ বার পড়া হয়েছে