গুজরাটে জুনিয়রের ছুরিকাঘাতে সিনিয়র খুন, চ্যাটে অপরাধ স্বীকার

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৭:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গুজরাটের আহমেদাবাদে নবম শ্রেণির এক ছাত্রের হাতে দশম শ্রেণির এক সহপাঠী খুন হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) স্কুল ছুটির পর রাজধানীর সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট হায়ার সেকেন্ডারি স্কুলের বাইরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত ছাত্রের নাম নয়ন সন্তানি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত ছাত্র নয়নকে ঘিরে ধরে তার কয়েকজন বন্ধুসহ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে কথাকাটাকাটি হাতাহাতিতে রূপ নেয় এবং অভিযুক্ত ছাত্র হঠাৎ করেই ছুরি বের করে নয়নকে আঘাত করে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মারাত্মকভাবে আহত নয়ন রক্তাক্ত অবস্থায় পেটে হাত চেপে ধরে স্কুল ভবনের দিকে ফিরে আসেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফাঁস হলো ইনস্টাগ্রাম চ্যাট
এ ঘটনার পর তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত কিশোরের একটি ইনস্টাগ্রাম চ্যাট উদ্ধার করেছে, যেখানে সে তার এক বন্ধুর সঙ্গে কথা বলার সময় খুনের দায় স্বীকার করে।
চ্যাটে বন্ধুর প্রশ্নে অভিযুক্ত জানায়, “হ্যাঁ তো,” এবং পরে লেখে, “তো বলে দে যে আমি মেরেছি।”
বন্ধু যখন জানতে চায় কেন সে এমন করল, জবাবে অভিযুক্ত বলে, “সে আমাকে বলছিল—কে তুমি, কী করবে তুমি?”
প্রতিবাদ জানালে সে আরও ঠান্ডা মাথায় বলে, “ছাড় না। যা হওয়ার হয়ে গেছে।”
অভিভাবকদের ক্ষোভ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এই হত্যাকাণ্ডের পর স্থানীয় অভিভাবক মহলে চরম ক্ষোভ দেখা দিয়েছে। স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
এ ঘটনায় ইতোমধ্যেই অভিযুক্ত কিশোরকে জুভেনাইল অ্যাক্ট অনুযায়ী আটক করেছে পুলিশ এবং একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে গুজরাট পুলিশ।
ঘটনাটি এখন পুরো রাজ্যে আলোচনার কেন্দ্রে এবং কিশোর অপরাধ ও স্কুল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
সূত্র: NDTV.
১৭৯ বার পড়া হয়েছে