সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে শহরের সঙ্গীতা মোড় এলাকায় এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল।

সঙ্গীতা মোড়স্থ পরিবহন কাউন্টার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি আবার একই স্থানে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শেখ তারিকুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোরশেদ মিলন, খালিদ হাসান সুমন, রাজিবুল ইসলাম রাজীব, সাদ্দাম হোসেন, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আহসান খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হাসান খান হাবলু, সদস্য সচিব আজিজুর রহমান সেলিম, সদর কমিটির সদস্য সচিব জাকির হোসেন আফিল, মো. মাসুম বিল্লাহ, ও থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম হিমু প্রমুখ।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে সাজানো হয় রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন, যা পুরো আয়োজনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

এর আগে সকাল ১০টায় পরিবহন কাউন্টারের সামনে থেকে খালের দুই পাশে বৃক্ষরোপণ ও সড়ক পরিচ্ছন্নতার মাধ্যমে দিনটির সূচনা করা হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন