সর্বশেষ

সারাদেশ

সাংবাদিক পরিচয়ে মোটরসাইকেলে ইয়াবা পাচার, একজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৭:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের হাতে আটক হয়েছেন নুরুল আলম (৪২), যিনি মোটরসাইকেলে ২ হাজার ৪০০ ইয়াবা বড়িসহ ধরা পড়েছেন।

তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, নুরুল আলম সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা পাচারের কাজে লিপ্ত ছিলেন।

গত মঙ্গলবার দুপুর ১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর পথে যাওয়ার সময় বাঁশখালীর পুঁইছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার মৃত আবদুর রহমানের ছেলে এবং স্থানীয় একটি দৈনিকের নিজস্ব প্রতিবেদক হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ইউনিয়নের ফুটকালী ব্রিজের কাছে তল্লাশি চৌকি বসানো হয়। তল্লাশির সময় মোটরসাইকেল চালক নিজেকে সাংবাদিক দাবি করেন এবং তাঁর মোটরসাইকেলে ‘প্রেস’ লেখা দুটি স্টিকার পাওয়া যায়, যার একটিতে একটি সংবাদপত্রের নাম ও কার্যালয়ের ঠিকানাও ছিল। তবে পুলিশের সন্দেহজনক আচরণে তার মোটরসাইকেল তল্লাশি করলে ইয়াবা বড়িগুলো উদ্ধার হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবা পাচারের অভিযোগে সাংবাদিক পরিচয়ে মোটরসাইকেল চালানো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন