সর্বশেষ

আইন-আদালত

সাবেক মেয়র কিরণ তিন দিনের রিমান্ডে, আতিকুল গ্রেপ্তার দেখানোর আদেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

একই মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে দুই পক্ষের শুনানি
মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল সাকীব কিরণের সাত দিনের রিমান্ড এবং আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী মোরশেদ আলম শাহীন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড এবং গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি উপস্থাপন করেন।
দুই পক্ষের বক্তব্য শুনে বিচারক কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

ঘটনার পটভূমি
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ ও কয়েকজন সহযোদ্ধা। কর্মসূচি চলাকালীন আসামি তাপসসহ অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে।
পরে ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন ইশতিয়াক মাহমুদ।

আটকের সময়কাল ও স্থান
আসাদুর রহমান কিরণ: ২০২৪ সালের ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর তাকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়।
আতিকুল ইসলাম: ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন পৃথক তিনটি হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
বর্তমানে দুই আসামিই কারাগারে রয়েছেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন