সর্বশেষ

আন্তর্জাতিক

মেক্সিকোর সড়ক থেকে ছয়টি কাটা মাথা উদ্ধার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি সড়ক থেকে ছয়টি কাটা মানবমাথা উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে পুয়েবলা ও ত্লাক্সকালা প্রদেশের মধ্যবর্তী একটি সড়ক থেকে এই মাথাগুলো উদ্ধার করা হয়।

বুধবার (২০ আগস্ট) সিএনএন এক প্রতিবেদনে জানায়, নিহতদের দেহ পাওয়া যায়নি। যদিও অঞ্চলটি সাধারণত মাদকচক্র-সংশ্লিষ্ট সহিংসতার জন্য কুখ্যাত নয়, তবুও এই ঘটনা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

পুলিশ এ হত্যাকাণ্ডের কারণ এখনো প্রকাশ করেনি। কোন অপরাধী চক্র এই ঘটনার পেছনে রয়েছে—সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তারা।

তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানানো হয়েছে, ঘটনাস্থলে একটি কম্বল পাওয়া গেছে, যাতে প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর উদ্দেশ্যে হুমকিসূচক বার্তা লেখা ছিল। বার্তাটি ‘লা বারেদোরা’ (The Sweeper) নামে স্বাক্ষরিত ছিল। উল্লেখ্য, পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এই নামে একটি ছোট অপরাধী গোষ্ঠী সক্রিয় রয়েছে, তবে তাদের সঙ্গে এ ঘটনার সংশ্লিষ্টতা এখনো অস্পষ্ট।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, কাটা মাথাগুলো ছয়জন পুরুষের এবং ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাদক চোরাচালানের পাশাপাশি ওই অঞ্চলে জ্বালানি চোরাচালান—যা স্থানীয়ভাবে ‘হুয়াচিকোলেও’ নামে পরিচিত—একটি বড় অপরাধ চক্র হিসেবে সক্রিয়। এর মাধ্যমে অপরাধীরা প্রতিবছর বিলিয়ন ডলার আয় করে।

ঘটনার বিষয়ে এখনো ফেডারেল পর্যায়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনা এমন এক সময় সামনে এলো, যখন নতুন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম প্রশাসনের নেতৃত্বে দেশজুড়ে ফেন্টানিল পাচারবিরোধী অভিযান চলছে।

অন্যদিকে, পুয়েবলা ও ত্লাক্সকালার মতো তুলনামূলক শান্ত অঞ্চলেও এমন ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ায় নতুন করে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

এর আগেও মেক্সিকোতে এ ধরনের ঘটনা ঘটেছে। গত জুনে সিনালোয়া প্রদেশে ২০ জনের মরদেহ উদ্ধার হয়, যাদের মধ্যে চারজনের মাথা বিচ্ছিন্ন ছিল। ওই প্রদেশ দীর্ঘদিন ধরেই গ্যাং সহিংসতায় জর্জরিত। এছাড়া মে মাসে গুয়ানাহুয়াতো প্রদেশে এক ক্যাথলিক উৎসবে গুলিতে নিহত হন সাত তরুণ।

উল্লেখ্য, ২০০৬ সালে সরকার মাদকচক্র দমনে সেনা মোতায়েনের পর থেকে মেক্সিকোতে সহিংসতা ব্যাপক আকারে বাড়ে। গত প্রায় দুই দশকে সেখানে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন