আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় বাধ্যতামূলক ছুটিতে বিএফআইইউ প্রধান

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ব্যাংকের আওতাধীন আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নর ও দুইজন নির্বাহী পরিচালকের সমন্বয়ে একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে প্রয়োজনীয় তথ্য সহায়তা দেবে ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য শাখা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সাংবাদিকদের জানান, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহীনুল ইসলাম ছুটিতে থাকবেন। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এর আগে, ১৯ আগস্ট (মঙ্গলবার) কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা গভর্নরের কাছে স্মারকলিপি দিয়ে দাবি করেন, বিএফআইইউ প্রধানের আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় ব্যাংক ও দেশের আর্থিক খাতের ভাবমূর্তি বিপর্যস্ত হয়েছে, তাই তাকে অবিলম্বে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো উচিত।
উল্লেখ্য, ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
প্রসঙ্গত, বর্তমান সরকার বিদায়ের পর গত বছরের ৮ আগস্ট আন্দোলনের মুখে তৎকালীন বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস পদত্যাগে বাধ্য হন। এরপর দীর্ঘদিন পদটি খালি থাকার পর চলতি বছরের জানুয়ারিতে শাহীনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। যদিও সার্চ কমিটির চূড়ান্ত সুপারিশে তার নাম ছিল না, তারপরও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োগ দেওয়া হয়—যা নিয়েই তখন থেকেই বিতর্ক চলছিল।
১৩৯ বার পড়া হয়েছে