সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে বন্যাকবলিত মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৫:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে বন্যাদুর্গত দুই ইউনিয়নের ১১০০ পরিবারের জন্য ত্রাণ সহায়তা প্রদান করেছে উপজেলা বিএনপি।

বুধবার সকাল থেকে দিনভর, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের পানিবন্দী অসহায় মানুষের হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মস্তোফা, বিএনপি নেতা আবু সুফিয়ান, যুবদলের আহ্বায়ক বোনজির আহমেদ বাচ্চু ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান আলী।

গত আগস্টের প্রথম সপ্তাহে পদ্মা নদীর অস্বাভাবিক পানি বৃদ্ধি পেলে, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৩৫ গ্রামে প্রায় অর্ধ লাখ মানুষ পানিতে ভেসে যান। বর্তমানে পানি কমতে থাকলেও, মানুষের দুর্দশা এখনও কাটেনি। পাশাপাশি, এই বন্যার কারণে ফিলিপনগর, মরিচা, চিলমারী ও রামকৃষ্ণপুরের নিম্নাঞ্চলের ব্যাপক কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ত্রাণ বিতরণ প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, এবং এই ধারা অব্যাহত রাখতে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা চিলমারী ও রামকৃষ্ণপুরের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি, যা চলমান থাকবে।

৩৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন