বাংলাদেশ ব্যাংকের নির্দেশে নতুন করে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড গঠন

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন বোর্ড গঠন করেছে।
মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেন।
নতুন গঠিত পরিচালনা পর্ষদে মোট ছয় সদস্য রয়েছেন। এদের মধ্যে উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরিফুর রহমান। এছাড়া স্বতন্ত্র পরিচালক পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ফোরকান হোসেন, ইউসিবি ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং প্রাইম ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম এফসিএস।
এই নতুন বোর্ড গঠনের মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের পরিচালন ব্যবস্থা আরও শক্তিশালী ও স্বচ্ছ হবে বলে আশা করা যাচ্ছে।
১৩২ বার পড়া হয়েছে