সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে কনটেইনার জট, অবস্থা নিয়ন্ত্রণে এনবিআরের জরুরি নির্দেশনা

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরে ধারণক্ষমতা ছুঁইছুঁই করছে কনটেইনারের সংখ্যা। প্রতিদিন আমদানি পণ্যবাহী কনটেইনার জমলেও সেভাবে খালাস না হওয়ায় বন্দরজুড়ে তৈরি হয়েছে তীব্র জট।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, দ্রুত পদক্ষেপ না নিলে হ্যান্ডলিং ও ডেলিভারি কার্যক্রমেও বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।

এই পরিস্থিতি সামাল দিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে খালাস হওয়ার পর ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) বা অফডকগামী পণ্যবাহী কনটেইনারগুলো একই দিনেই নির্ধারিত গন্তব্যে পাঠাতে হবে। একদিনে পুরো চালান স্থানান্তর সম্ভব না হলে, সর্বোচ্চ দুই দিনের মধ্যে সব কনটেইনার ডিপোতে পাঠানো বাধ্যতামূলক।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও টার্মিনালে সর্বোচ্চ ৫৩ হাজার ৫১৮টি ২০ ফুট এককের কনটেইনার রাখার ব্যবস্থা রয়েছে। অথচ গত মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বন্দরে জমা ছিল ৪৮ হাজার ৭৫১টি কনটেইনার। সোমবার ছিল ৪৮ হাজার ৪৯৪টি এবং রোববার ছিল ৪৯ হাজার ১৩১টি। তবে ডেলিভারির গতি তুলনামূলক ধীর—সোমবার ৩ হাজার ৮৩২টি এবং মঙ্গলবার ৪ হাজার ২৫৪টি কনটেইনার খালাস হয়েছে।

বন্দর সচিব ওমর ফারুক বলেন, “বন্দরের কার্যক্রম এখনো স্বাভাবিকভাবে চলছে। শুক্র ও শনিবার ডেলিভারির হার কম থাকায় চাপ বাড়ছে। এই দুই দিন যদি অন্যান্য দিনের মতোই কনটেইনার খালাস হয়, তাহলে জট কমে যাবে বলে আশা করছি।” তিনি আরও জানান, খালি কনটেইনার এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলামযোগ্য ও ধ্বংসযোগ্য কনটেইনারগুলোর কারণেও বন্দরের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। শুধুমাত্র এসব সরিয়ে ফেললেই প্রায় ২০ শতাংশ জায়গা খালি হবে।

জানা গেছে, বর্তমানে বন্দরে ১০ হাজারের বেশি নিলামযোগ্য এবং প্রায় ৩০০টি ধ্বংসযোগ্য পণ্যভর্তি কনটেইনার পড়ে আছে। ফলে নতুন কনটেইনার রাখার জন্য প্রয়োজনীয় জায়গার সংকট দেখা দিচ্ছে।

এনবিআরের নতুন সার্কুলারে জানানো হয়, আইসিডিগামী কনটেইনারগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট চালানের সব কনটেইনার একত্রে ডিপোতে পৌঁছানোর পর থেকেই ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে। তবে বিশেষ পরিস্থিতিতে ‘ডুয়াল ডেলিভারি’র অনুমতি দিতে পারবে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার।

চট্টগ্রাম বন্দর সচল রাখতে বর্তমানে ৬৫ ধরনের পণ্য অফডকে স্থানান্তর করে খালাস নেওয়ার অনুমতি রয়েছে। এবারই প্রথম এসব পণ্যের ক্ষেত্রেও এক দিনের মধ্যে ডিপোতে পাঠানোর বাধ্যবাধকতা চালু করা হলো।

গত ১৪ আগস্ট এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক, রপ্তানি নীতি ও বন্ড) মো. আল আমিন স্বাক্ষরিত এক সার্কুলারে নতুন এই নির্দেশনা জারি করা হয়। এটি আইসিডি মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে পাঠানো হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ ও এনবিআরের যৌথ উদ্যোগে আশা করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

 

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন