ডাকসু নির্বাচনে জমজমাট প্রস্তুতি: মনোনয়ন জমার শেষ দিন আজ

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমে উঠেছে নির্বাচনি উত্তাপ।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ (বুধবার), বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের।
ডাকসুর ২৮টি পদের বিপরীতে এবার ৬৫৮টি এবং হল সংসদে ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ১৮টি হলভিত্তিক মনোনয়ন বিক্রির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ১১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে এবং সর্বনিম্ন ৩৩টি বিক্রি হয়েছে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, ২০ আগস্ট মনোনয়ন যাচাই-বাছাই, ২১ আগস্ট প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৪ আগস্ট দুপুর ১২টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা এবং ২৫ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।
আটটি প্যানেলের নির্বাচনি লড়াই, চারটি ইতোমধ্যেই ঘোষণা
এবারের নির্বাচনে আটটি প্যানেলের অংশগ্রহণের সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতোমধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বাম ছাত্রজোটের 'প্রতিরোধ পর্ষদ' এবং উমামা ফাতেমার নেতৃত্বাধীন 'স্বতন্ত্র ঐক্যজোট'। বাকি প্যানেলগুলো আজকের মধ্যে ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল এখনও চূড়ান্ত হয়নি। সংগঠনের নেতারা জানিয়েছেন, তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। এদিকে ছাত্রদলের জন্য মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয়েছে বলে অন্যান্য ছাত্র সংগঠনগুলো বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ তুলেছে।
শিবিরের প্যানেলে নজরকাড়া অন্তর্ভুক্তি
ইসলামী ছাত্রশিবির ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ব্যানারে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে আছেন আবু সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান। উল্লেখযোগ্যভাবে এই প্যানেলে চারজন নারী, এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনে আহত একজন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বামপন্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’ এবং অন্যান্য প্যানেল
বাম ছাত্রজোট ‘প্রতিরোধ পর্ষদ’ নামে প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘমল্লার বসু ও এজিএস পদে জাবির আহমেদ জুবেল প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ছাত্র অধিকার পরিষদ ‘ডাকসু ফর চেঞ্জ’ স্লোগানে প্যানেল দিয়েছে। এতে ভিপি পদে বিন ইয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন এবং এজিএস পদে রাকিবুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উমামা ফাতেমার নেতৃত্বে ঘোষিত ‘স্বতন্ত্র ঐক্যজোটে’ তিনি নিজেই ভিপি পদে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী জিএস পদে লড়ছেন।
আরো আসছে: ছাত্রদল, বৈষম্যবিরোধী ও ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল
আজকের মধ্যে প্যানেল ঘোষণা করতে পারে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ ও ইসলামী ছাত্র আন্দোলন। ছাত্রদলের সম্ভাব্য ভিপি প্রার্থী হতে পারেন আবিদুল ইসলাম খান এবং জিএস পদে শেখ তানভীর বারী হামিম।
সাধারণ শিক্ষার্থীদের মতামত: যোগ্যতাই হবে ভোটের মানদণ্ড
প্রার্থীরা ইশতেহার তৈরির কাজে শিক্ষার্থীদের মতামত নিচ্ছেন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, তারা প্যানেল নয়, যোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেবেন। আরিফুর রহমান নামে একজন শিক্ষার্থী বলেন, “জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিলেন এবং দুর্নীতিমুক্ত ছিলেন, তাদেরই ভোট দেব।” আছিয়া খাতুন নামে আরেক শিক্ষার্থী বলেন, “ছাত্র রাজনীতিকে অবশ্যই শিক্ষার্থীকেন্দ্রিক করার অঙ্গীকার থাকতে হবে প্রার্থীদের।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠে প্রচারণা চলছে সমানতালে। নির্বাচনের প্রতিটি ধাপ ঘিরেই বাড়ছে আগ্রহ ও অংশগ্রহণ। সময় যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে ডাকসুর নির্বাচন।
১৩২ বার পড়া হয়েছে