সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 মোঃ রাসেল হোসেন , ধামরাই
মোঃ রাসেল হোসেন , ধামরাই

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ধামরাইয়ে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ধামরাই থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আ. করিম (৫০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের গোলাইল হঠাৎ বাজার এলাকার বাসিন্দা।

অভিযানের সময় করিমের কাছ থেকে দুটি পেটিতে থাকা মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় তার সহযোগী সুমন খান (৪০), কালিয়াকৈরের আড়াইগঞ্জের পাকুরাইল এলাকার বাসিন্দা, পালিয়ে যান।

ওসি মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক সঙ্গীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

২২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন