সর্বশেষ

জাতীয়

ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরমের সময় শেষ, মোট প্রার্থী ৬৫৮

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা শেষ হয়েছে আজ মঙ্গলবার (১৯ আগস্ট)।

নির্ধারিত সময়ের একদিন বাড়ানোয়, আজ শেষ দিনে আরও ৯৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে করে কেন্দ্রীয় ও হল পর্যায়ের বিভিন্ন পদে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৮ জন। তবে হলভিত্তিক প্রার্থীদের সর্বশেষ সংখ্যাগত হালনাগাদ এখনো পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে স্থাপিত নির্বাচন কমিশন অফিসে আজ সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

এর আগে তফশিল অনুযায়ী গতকাল সোমবার (১৮ আগস্ট) ছিল মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিন। তবে রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়ন জমার সময় একদিন বাড়ানোর ঘোষণা দেয় নির্বাচন কমিশন। সময় বাড়ানোর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ছাত্রসংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা।

বেশিরভাগ সক্রিয় ছাত্রসংগঠন সময় বাড়ানোর সিদ্ধান্তকে ‘একপক্ষীয়’ ও ‘পক্ষপাতদুষ্ট’ হিসেবে উল্লেখ করেছে। তাদের অভিযোগ, একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে বাড়তি সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করেন, “ছাত্রদলের সুবিধার্থেই সময় বাড়ানো হয়েছে। কারণ, তারা এখনও পর্যন্ত প্যানেল চূড়ান্ত করতে পারেনি।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদও একই অভিযোগ করেন। তিনি বলেন, “কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ সময় বাড়ানো পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।”

এদিকে, গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের এক সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করে বলেন, তফশিলের বাইরে গিয়ে সময় বাড়ানোর ঘটনায় ডাকসু নির্বাচনের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

অভিযোগের জবাবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও মনোনয়নপত্র সংগ্রহের ভিড়ের কারণে আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারিনি। নির্বাচন আরও অংশগ্রহণমূলক করতে একদিন সময় বাড়ানো হয়েছে।”

তিনি আরও জানান, শামসুন নাহার হলে ছাত্রদলের কয়েকজন নেত্রীকে মনোনয়ন ফরম তুলতে বাধা দেওয়ার অভিযোগ তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন