রাজনীতি
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি—এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, দেশের চলমান সংকট কাটিয়ে উঠতে দ্রুত জাতীয় নির্বাচনই একমাত্র পথ।
নির্বাচনের বিকল্প নেই, পিআর পদ্ধতির বিরোধিতা বিএনপির: ফখরুল

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি—এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, দেশের চলমান সংকট কাটিয়ে উঠতে দ্রুত জাতীয় নির্বাচনই একমাত্র পথ।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "এই দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই।"
পিআর পদ্ধতি নিয়ে দলীয় অবস্থান জানাতে গিয়ে তিনি বলেন, “আমরা পিআর পদ্ধতির পক্ষে নই। যেসব দল এই পদ্ধতিতে আগ্রহী নয়, সেটা তাদের নিজস্ব বিষয়।”
এ সময় ডাকসু নির্বাচন প্রসঙ্গেও মত দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ডাকসু নির্বাচনই আমাদের প্রত্যাশা।”
১৭৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর