নোয়াখালীর সেনবাগে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১২:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামে পারিবারিক পুকুরে ডুবে দুই বোনের করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের কুয়েতপ্রবাসী বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬)। অহি স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির এবং ছহি নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে দুই বোন বাড়ির পাশে পুকুরঘাটে যায়। সেখানে শামুক দেখতে পেয়ে অহি সেটি ধরার চেষ্টা করে এবং পানিতে পড়ে যায়। ছোট বোনকে বাঁচাতে ছহিও পানিতে ঝাঁপ দিলে দুজনেই ডুবে যায়।
সিসিটিভি ফুটেজে তাদের পুকুরঘাটে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। পরে দীর্ঘক্ষণ ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পুকুরপাড়ে জুতা পড়ে থাকতে দেখে চাচা দেলোয়ার হোসেন সন্দেহ করেন তারা পানিতে পড়ে গেছে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে ডেকে আনা পল্লী চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১১৩ বার পড়া হয়েছে