সর্বশেষ

পশ্চিমবঙ্গ

শ্রমিকদের জন্য 'শ্রমশ্রী' প্রকল্প চালু করল পশ্চিমবঙ্গ সরকার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার হেনস্তার অভিযোগ তুলে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক নতুন পুনর্বাসন প্রকল্প ‘শ্রমশ্রী’-র ঘোষণা করেছেন, যার মাধ্যমে ভিনরাজ্যে নির্যাতনের শিকার হয়ে ফেরা বাঙালি শ্রমিকদের আর্থিক সাহায্য ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।


নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোতে বাঙালিদের উপর পরিকল্পিত আক্রমণ চলছে। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেও অনেককে বাংলাদেশি বলে অপবাদ দিয়ে পুশ-ইন করা হচ্ছে, কারাবন্দি করা হচ্ছে।”

তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ২২ লক্ষ বাঙালি শ্রমিক ও তাঁদের পরিবার এই ধরনের হেনস্তার শিকার হয়েছেন। এদের মধ্যে ২,৭৩০টি পরিবার ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন, যাঁদের মধ্যে অনেককেই রাজ্য সরকার আদালতের মাধ্যমে ফিরিয়ে এনেছে।

‘শ্রমশ্রী’ প্রকল্পের মূল সুবিধাসমূহ:

 

এককালীন আর্থিক সাহায্য: রাজ্যে ফিরলেই শ্রমিকরা পাবেন এককালীন ৫,০০০ টাকা।
মাসিক ভাতা: কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত প্রতিমাসে ৫,০০০ টাকা করে ভাতা।
দক্ষতা অনুযায়ী কাজ: দক্ষ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে, এবং অদক্ষদের প্রশিক্ষণ দিয়ে জীবিকা নিশ্চিত করা হবে।
খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা: ‘খাদ্যসাথী’ ও ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের মাধ্যমে খাদ্য ও চিকিৎসার নিশ্চয়তা।
আবাসন ব্যবস্থা: যাঁদের থাকার জায়গা নেই, তাঁদের জন্য কমিউনিটি সেন্টারে আশ্রয়ের ব্যবস্থা।
শিশুদের শিক্ষা: শ্রমিকদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তি করিয়ে শিক্ষার ব্যবস্থা।

 

মুখ্যমন্ত্রী আরও জানান, “এই ধরনের ঘটনা শুধুমাত্র কিছু রাজ্যে সীমাবদ্ধ নয়, বরং সারা ভারতজুড়েই চলছে। আমাদের দায়িত্ব অত্যাচারিত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।”

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন