সর্বশেষ

জাতীয়

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী তলব করেছে দুদক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ জন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এসব কর্মকর্তার সম্পদ ও দায়-দেনার হিসাব দাখিলের জন্য নির্দেশনা জারি করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

যেসব কর্মকর্তার বিরুদ্ধে সম্পদ বিবরণী চাওয়া হয়েছে তারা হলেন:

এনবিআর সদস্য মো. লুৎফুল আজিম
সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম
সাবেক অতিরিক্ত মহাপরিচালক (সিআইসি) মো. আলমগীর হোসেন
যুগ্ম কমিশনার মো. তারিক হাসান
অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন
রেলওয়ে কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান
বৃহৎ করদাতা ইউনিটের অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ মিয়া
কর অঞ্চল ১৬-এর উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম
কর অঞ্চল ৮-এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা
বিসিএস কর একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান
কর অঞ্চল ১৬-এর উপ-কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা
ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার
অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মামুন মিয়া
গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কমিশনার সাহেলা সিদ্দিক
কর অ্যাপিলেট ট্রাইব্যুনালের কমিশনার লোকমান আহমেদ
কর অঞ্চল ৩-এর কর কমিশনার এম এম ফজলুল হক

 

দুদকের মহাপরিচালক বলেন, “তথ্যানুসন্ধানের ভিত্তিতে দেখা গেছে—এসব কর্মকর্তা কিংবা তাদের পক্ষ থেকে অন্য কেউ বৈধ উৎস ব্যতিরেকে সম্পদ অর্জন করেছেন। এ কারণে কমিশন তাদের সম্পদ বিবরণী চেয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।”

এর আগে, গত ২৯ জুন এনবিআরের ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর ১ ও ৩ জুলাই আরও ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুটি ধাপে তদন্তের ঘোষণা আসে।

দুদকের এ পদক্ষেপকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন