নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: বিএনপি নেতা দুলু

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে।
একইসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশের গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়বে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নাটোর শহরে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, “আমরা একদিকে ফ্যাসিস্ট শাসনের বিচার চাই, অন্যদিকে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও সংস্কার চাই। সেইসঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনও দাবি করছি। যদি যথাসময়ে নির্বাচন না হয়, তাহলে দেশের গণতন্ত্র আবারও বিপন্ন হয়ে পড়বে।”
সকালে নাটোর শহরের আলাইপুর এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জাহিরসহ দলীয় নেতাকর্মীরা।
১০৭ বার পড়া হয়েছে