সর্বশেষ

জাতীয়

কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের নতুন সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা:
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা:

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিক্ষামন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের চৌকশ প্রধান নির্বাহী কর্মকতা বা সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

আজ মঙ্গলবার, ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্দ্ধতন নিয়োগ-১ অধিশাখার উপ সচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের নতুন সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন বঞ্চিত কর্মকর্তা। তিনি ১৯৯৪ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। বিভিন্ন জেলায় অত্যন্ত দক্ষতা এবং সততার সঙ্গে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), দুর্নীতি দমন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, মন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, জেলা পরিষদের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন তিনি।

তিনি ২০১৭ সালের এপ্রিল হতে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত রাজবাড়ী জেলা পরিষদের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকতা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি পিপিপি'তে যোগদানের আগে সর্বশেষ বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।

জনপ্রশাসনের অত্যন্ত নিষ্ঠাবান ও পরিশ্রমী কর্মকতা মুহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় হতে গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তি নিয়ে লন্ডনের গ্রেনিচ বিশ্ববিদ্যালয় হতে সাসটেনেবল ডেভেলপমেন্ট বিষয়ে আরো একটি মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন