সর্বশেষ

জাতীয়

বাংলাদেশের নির্বাচনকে ঘিরে ইইউর ৪ মিলিয়ন ইউরো সহায়তা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশকে ৪ মিলিয়ন ইউরো (প্রায় ৫৬ কোটি ৭৬ লাখ টাকা) অর্থ সহায়তা প্রদান করবে। নির্বাচনকে আন্তর্জাতিক মানে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এই সহায়তা দিচ্ছে সংস্থাটি।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে কমিশনের প্রস্তুতি, পরিকল্পনা এবং ইইউর অর্থায়নে একটি সম্ভাব্য প্রকল্প নিয়ে আলোচনা হয়।

বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে মাইকেল মিলার জানান, "আসন্ন নির্বাচন যাতে আন্তর্জাতিক মানের ও সুষ্ঠু হয়, সেজন্য ইইউ বাংলাদেশকে ৪ মিলিয়ন ইউরো দিচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে আমরা নির্বাচন কমিশন এবং সুশীল সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।"

তিনি আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণে ইইউর একটি প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দল আগামী মাসে বাংলাদেশে আসবে। নির্বাচন পর্যবেক্ষণ ইইউর কাছে অগ্রাধিকার পায় বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া নির্বাচনী শিক্ষা, প্রশিক্ষণ এবং ডিজিটাল চ্যালেঞ্জ—বিশেষ করে মিথ্যা তথ্য (মিসইনফরমেশন) ও বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন)— মোকাবেলায়ও নির্বাচন কমিশনের পাশে থাকার আশ্বাস দেন মাইকেল মিলার।

তিনি বলেন, “আমরা বাংলাদেশে জবাবদিহিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। গণতান্ত্রিক মানদণ্ড নিশ্চিত করতে ইইউ সবসময় পাশে রয়েছে।”

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন