সর্বশেষ

আন্তর্জাতিক

ডিআর কঙ্গোতে আইএস সমর্থিতদের নৃশংস হামলা, নিহত অন্তত ৫২

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) সমর্থিত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) বিদ্রোহীদের হামলায় চলতি মাসে কমপক্ষে ৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (MONUSCO) এ তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘ মিশন জানায়, ৯ থেকে ১৬ আগস্ট পর্যন্ত উত্তর কিভু প্রদেশের বেনি ও লুবেরো অঞ্চলে ধারাবাহিক হামলা চালায় এডিএফ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমওএনইউএসসিও’র পক্ষ থেকে জানানো হয়, হামলায় শুধু হত্যাকাণ্ডই নয়, অপহরণ, লুটপাট, ঘরবাড়ি ও যানবাহনে অগ্নিসংযোগসহ ভয়াবহ সহিংসতা চালানো হয়েছে। এতে করে ইতিমধ্যেই সংকটে থাকা স্থানীয় জনগোষ্ঠীর মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

কঙ্গোর পূর্বাঞ্চলে চলমান সহিংসতা মূলত সরকার ও বিদ্রোহী এম২৩ গোষ্ঠীর মধ্যকার সংঘর্ষকে কেন্দ্র করে আরও জটিল আকার নিচ্ছে। যদিও দুই পক্ষ একটি শান্তি চুক্তির ব্যাপারে ১৮ আগস্টের মধ্যে সম্মত হয়েছিল, কিন্তু এখনও কোনো চুক্তি স্বাক্ষর হয়নি।

কঙ্গোর আঞ্চলিক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট এলঙ্গো কিয়োন্ডোয়া মার্ক জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর অভিযানে পরাজিত হওয়ার পর এডিএফ বিদ্রোহীরা প্রতিশোধ নিতে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

লুবেরোর বাপেরে সেক্টরের প্রধান ম্যাকেয়ার সিভিকুনুলা জানান, বিদ্রোহীরা রাতের আঁধারে গ্রামে ঢুকে প্রথমে বাসিন্দাদের জাগিয়ে তোলে, একত্র করে, দড়ি দিয়ে বেঁধে, এরপর চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে গণহত্যা চালায়।

এডিএফ বিদ্রোহীদের এমন হামলা নতুন নয়। গত মাসেও ইতুরি প্রদেশের কোমান্ডা শহরে এই গোষ্ঠীর হাতে প্রায় ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এমওএনইউএসসিও এক বিবৃতিতে বলেছে, হামলাটি 'সম্ভবত সবচেয়ে কঠোর ভাষায়' নিন্দা জানানো উচিত। তারা আরও জানিয়েছে, এই ধরনের সহিংসতা শুধু শান্তি প্রচেষ্টাকে বিঘ্নিতই করছে না, বরং স্থানীয় জনগণের নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন