আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন: আইন উপদেষ্টা আসিফ নজরুল

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি জানান, নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার পূর্ণ প্রস্তুত এবং এ নিয়ে পিছিয়ে আসার কোনো পরিকল্পনা নেই।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। সরকার এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের মূল লক্ষ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্পন্ন করা।"
বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন সময়সূচি নিয়ে ভিন্নমত প্রকাশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এসব রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ। বাংলাদেশে অতীতেও এমনটি হয়েছে, এখনো হচ্ছে। এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।"
প্রধান উপদেষ্টার ঘোষণার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, "আমাদের স্যার একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি। তিনি নিজে নির্বাচন আয়োজনের বিষয়ে যে ঘোষণা দিয়েছেন, সেটিই সরকারের চূড়ান্ত অবস্থান। সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো চিন্তাও নেই আমাদের।"
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নির্বাচনকালীন সময় ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—নির্বাচন হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই।
১১৭ বার পড়া হয়েছে