জাতীয়
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে সোমবার (১৮ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে মোট ২,২৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির অভিযান: একদিনে ২২৬৪ মামলা

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে সোমবার (১৮ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে মোট ২,২৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে ৩৯০টি গাড়িকে ডাম্পিং এবং ১১৮টি গাড়িকে রেকার করে সরিয়ে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নগরীতে শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ডিএমপির এক কর্মকর্তা বলেন, “রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। জনস্বার্থে এ ধরনের তৎপরতা চলমান থাকবে।”
১৩৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর