মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী 'অগ্নি বিল্লাল' গ্রেফতার

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত ছিনতাইকারী বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল ওরফে ভাগনে বিল্লাল (২৯) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।
তাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সিটিটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে সাভারের শামলাপুর এলাকায় অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালিত হয় রাত আনুমানিক ১টার দিকে।
গ্রেফতারকৃত বিল্লাল দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লালের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেফতারি পরোয়ানাসহ ছয়টি মামলা রয়েছে। তার নেতৃত্বে গড়ে উঠেছিল একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র, যারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে ফেলছিল।
সিটিটিসির কর্মকর্তারা জানান, বিল্লালকে জিজ্ঞাসাবাদ করে চক্রটির অন্য সদস্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।
১৪৪ বার পড়া হয়েছে