সর্বশেষ

সারাদেশ

১০ ঘণ্টার অবরোধ শেষে সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা

টেকনাফ প্রতিনিধি
টেকনাফ প্রতিনিধি

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার-টেকনাফ হাইওয়ের কোটবাজার অংশে প্রায় ১০ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষে সড়ক থেকে সরে গেছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা।

সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি বিকেল ৫টার দিকে শেষ হয়।

অবরোধে অংশ নেওয়া এক শিক্ষক ফারজানা আক্তার বলেন, “১ জুন আমরা প্রথম মানববন্ধন করেছিলাম, তখন সংশ্লিষ্টদের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও আমাদের পুনর্বহাল বা পুনর্বিন্যাস নিয়ে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে আবারও আন্দোলনে নামতে হয়েছে।”

তিনি জানান, প্রায় ১ হাজার ২৫০ জন শিক্ষককে কোনো কারণ ছাড়াই রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত এনজিও স্কুলগুলো থেকে চাকরিচ্যুত করা হয়েছে। “তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় আজকের মতো সড়ক অবরোধ তুলে নিচ্ছি। দাবি না মানলে আবারও আন্দোলনে নামব,” বলেন তিনি।

এদিকে, শিক্ষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কক্সবাজার জেলা জামায়াতের আমির ও হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, “চাকরিচ্যুত শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি প্রশাসন ও এনজিওদের অবশ্যই মনোযোগ দিতে হবে।”

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বলেন, “শিক্ষকরা স্বতঃপ্রণোদিত হয়ে অবরোধ তুলে নিয়েছেন। তাদের সমস্যা নিয়ে প্রশাসনিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।”

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন