সর্বশেষ

সারাদেশ

মেহেরপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

 ফজলে হক, মেহেরপুর 
 ফজলে হক, মেহেরপুর 

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‍্যালি, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজনের সূচনা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, ও উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন।


আলোচনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী। তিনি দেশীয় মাছের উৎপাদন ও বিপণন ব্যবস্থার উন্নয়ন, জলাশয় সংরক্ষণ এবং অভয়াশ্রম গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। বক্তারা মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং টেকসই মৎস্যচাষের ওপর গুরুত্বারোপ করেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন