সর্বশেষ

জাতীয়

সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলম।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

বর্তমানে উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে কর্মরত রয়েছেন।

২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যাপক পরিচিতি পান। ভেজালবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। দায়িত্ব পালনকালে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেন।

তবে ২০২০ সালের ৯ নভেম্বর হঠাৎ করে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়। একাধিকবার উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়ায় উপেক্ষিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন সারওয়ার আলম। ফেসবুকে দেওয়া সেই স্ট্যাটাসকে 'অসদাচরণ' হিসেবে উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২২ সালের মে মাসে তাকে ‘তিরস্কার’ শাস্তি প্রদান করা হয়।

তবে সব বাধা পেরিয়ে অবশেষে ২০২৩ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। এবার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে তার এই নিয়োগকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন