সর্বশেষ

জাতীয়

উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের সমুদ্র উপকূল রক্ষায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য আলোচনা শুরু করেছে সরকার।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, "আমাদের মৎস্য সম্পদ যেন দেশের মানুষের কল্যাণে আসে, সে জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে আমাদের জেলেরা যেন নিরাপদে এবং বৈষম্যহীনভাবে তাদের পেশা চালিয়ে যেতে পারে—এটিই সরকারের অন্যতম লক্ষ্য।"

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অধ্যাপক ইউনূস। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানপ্রাপ্তরা যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকে ভূষিত হন।

সপ্তাহব্যাপী এই আয়োজন উপলক্ষে রাজধানীসহ সারাদেশে আলোচনা সভা, সচেতনতামূলক কর্মসূচি ও অন্যান্য সাংস্কৃতিক ইভেন্ট আয়োজনের কথা জানানো হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন