সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু 

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় সদর উপজেলা পরিষদ চত্বরে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা অভয়াশ্রম প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মৎস্য খাতের উদ্যোক্তারা।

বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তোলা হলে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে, যা দেশের জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি বাজারে দেশি মাছের সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করবে। তারা সবাইকে মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে জেলার ৪ জন শ্রেষ্ঠ মৎস্য চাষী ও খামারিকে সম্মাননা প্রদান করা হয়।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন