নড়াইলে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার গোয়ালবাথান গ্রামে সাপের কামড়ে টিপু মুনসী (৪৮) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের বাসিন্দা শামছেল মুনসীর ছেলে টিপু মুনসী রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে টয়লেটের জন্য ঘরের বাইরে গেলে একটি বিষধর সাপ তাকে দংশন করে।
পরিবারের লোকজন প্রথমে তাকে পার্শ্ববর্তী বাধাল গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান। ঝাড়ফুঁক করেও কোনো উন্নতি না হলে দ্রুত তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ আকবর তাকে মৃত ঘোষণা করেন।
চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তাফা কামাল জানান, টিপু মুনসী দীর্ঘদিন ধরে নড়াইল-নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১০৬ বার পড়া হয়েছে