সর্বশেষ

জাতীয়

এভাবে চলতে থাকলে মাছ কপাল থেকেই উঠে যাবে: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাছ প্রকৃতির আশীর্বাদ, আমাদের জন্য আল্লাহর এক অমূল্য দান। কিন্তু মানুষের অবিবেচক আচরণে সেই আশীর্বাদ হুমকির মুখে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আমরা যদি এভাবে চলতে থাকি, একদিন আমাদের কপাল থেকেই মাছ উঠে যাবে।’’

সোমবার (১৮ আগস্ট), রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রকৃতির সঙ্গে অসদাচরণ বন্ধ করে টেকসই পদ্ধতিতে মৎস্যসম্পদ ব্যবহারের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “আমরা নদীতে বর্জ্য ফেলি, অবৈধ জাল ব্যবহার করি, বিষাক্ত কীটনাশক প্রয়োগ করি—এসবই জলজ পরিবেশ ধ্বংস করছে।” তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবেও মৎস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হতে হলে টেকসই পদ্ধতি উদ্ভাবন করতে হবে।”

প্রধান উপদেষ্টা জানান, উপকূলীয় অঞ্চলের সম্পদ সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে সরকার ইতোমধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। বঙ্গোপসাগরে সঠিক জরিপ পরিচালনার মাধ্যমে কার্যকর মৎস্য আহরণ কার্যক্রম গড়ে তোলার তাগিদ দেন তিনি। এই লক্ষ্যে গবেষণায় আরও বিনিয়োগের প্রয়োজনীয়তার কথাও বলেন।

তিনি বলেন, ‘‘সামুদ্রিক মাছের ক্ষেত্রে আমাদের সামনে বিশাল সম্ভাবনা রয়েছে, তবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। মাছের যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে চ্যালেঞ্জও।’’

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছ রপ্তানি বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ড. ইউনূস।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন