প্রবাসীদের অবদানে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১২:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছেন প্রবাসীরা—এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক ভিত মজবুত রাখতে তারা যে অবদান রাখছেন, তা অতুলনীয়।
বিশেষ করে শ্রমজীবী প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা রাখছে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ অনুষ্ঠানে বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম ও দ্বিতীয় সচিব হিসেবে পদায়নের জন্য নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
তিনি বলেন, “বিদেশে দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রবাসীদের সঙ্গে ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দূতাবাসের অন্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে, যাতে পেশাগত পরিবেশে সৌহার্দ্য বজায় থাকে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “কোনোভাবেই দেশের সম্মান ক্ষুণ্ন হয়—এমন আচরণ বা কার্যক্রম করা যাবে না। পেশাগত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “দুর্নীতি থেকে দূরে থাকতে হবে, কোনো রাজনৈতিক দলের প্রভাব বা অনুসরণ নয়—বরং একজন সৎ ও নিরপেক্ষ সরকারি কর্মকর্তা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।”
সবশেষে, প্রবাসীদের সেবাদানে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সেবা যেন দ্রুত, নির্ভরযোগ্য ও সম্মানজনক হয়—সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
১২১ বার পড়া হয়েছে