শ্রীনগরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ কসমেটিকস কারখানার সন্ধান

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি অবৈধ ও ভেজাল কসমেটিকস তৈরির কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
রোববার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ষোলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালামের বাড়িতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস সামগ্রী, প্যাকেজিং উপকরণ ও মেশিন জব্দ করা হয়। আটক করা হয়েছে কারখানার মূল হোতা মো. ইয়াছিনকে (৩৫)।
সেনাবাহিনীর মুন্সীগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কারখানার অভ্যন্তরে অবৈধভাবে তৈরি ২৪ ধরনের পণ্য এবং বিপুল পরিমাণ কেমিকেল, খালি বোতল ও মোড়কসামগ্রী উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।
জব্দকৃত পণ্যের মধ্যে ছিল:
অলিভ অয়েল (ছোট, মাঝারি, বড়): ২,০০০ বোতল
অর্গানিক হেয়ার অয়েল: ১,৫০০ বোতল
কিউট গ্লিসারিন: ১,২০০ বোতল
জেসমিন বডি স্প্রে: ৮০০ বোতল
হোয়াইট বিউটি ক্রিম: ১২০টি
লেমন ফ্রেশ স্প্রে: ৭০০টি
বেবি অলিভ অয়েল: ৬৫০টি
গৌরী ক্রিম: ১,৪০০ পিস
লতা হারবাল ক্রিম: ৮০০ পিস
জাফরান হেয়ার অয়েল: ৪০০ পিস
টিউলিপ অলিভ অয়েল: ৩০০ বোতল
হেয়ার কালার স্টার্ট: ৫০ প্যাকেট
সুগন্ধি কেমিকেল: ২৫ প্যাকেট
ড্রামে সংরক্ষিত অয়েল: ৭০০ লিটার
ক্রিম তৈরির একটি মেশিন
সরকারি মালামাল (নিরাপদ কনডম – পরিবার পরিকল্পনা অধিদপ্তরের): ১২ ডজন
তিব্বত পমেট ক্রিম: ২০০ পিস
হ্যান্ড স্যানিটাইজার (হেকসিসল): ৪৫০ বোতল
কাশ্মীর মেহেদি: ২,০৮৮ পিস
খালি বোতল ও মোড়কসামগ্রী: প্রায় ৫,০০০টি
সব মিলিয়ে জব্দকৃত ও ধ্বংস করা পণ্যের বাজারমূল্য আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।
কারখানার কার্যক্রম ও মালিক সম্পর্কে তথ্য
সেনা ক্যাম্পের তথ্যমতে, আটক মো. ইয়াছিন দীর্ঘ ১৫ বছর ধরে কালাম চেয়ারম্যানের বাড়িতে ভাড়া থাকছেন এবং গত এক বছর ধরে গোপনে এই অবৈধ কসমেটিকস উৎপাদনের কার্যক্রম চালিয়ে আসছিলেন। কারখানাটিতে ভেজাল ও নিম্নমানের উপাদানে তৈরি পণ্য বাজারজাত করা হতো, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
অভিযান শেষে ইয়াছিনকে আইনানুগ ব্যবস্থার জন্য শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
১২১ বার পড়া হয়েছে