অবসর প্রসঙ্গে ভক্তের প্রশ্নে যা বললেন শাহরুখ খান

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বলিউডের কিং খান শুধু অভিনয়েই নয়, তার বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েও বারবার মন জয় করেন ভক্তদের। সম্প্রতি এক ভক্তের প্রশ্নে খানিকটা রসিকতা আর কড়া জবাব মিলিয়ে আবারও চমকে দিলেন শাহরুখ খান।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এ ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন শাহরুখ। সেখানে এক নেটিজেন তাঁকে উদ্দেশ করে লেখেন, “ভাই, বয়স তো হলো! অবসর নিয়ে ফেলুন, নতুনদের সুযোগ দিন।”
এই মন্তব্যে বিরক্ত না হয়ে বরং ঠাট্টার ছলে শাহরুখ উত্তর দেন,
“ভাই, আগে তোমার বাচ্চাদের মতো প্রশ্ন করার অভ্যাস যাক। তারপর কিছু ভাল প্রশ্ন করতে এসো। ততদিন না হয় তুমি সাময়িক অবসরেই থাকো।”
শুধু এটুকুই নয়, আরেকজন তাকে জিজ্ঞেস করেন, প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে তিনি কেমন অনুভব করছেন—যা তিনি পেয়েছেন ‘জওয়ান’ সিনেমার জন্য, বিক্রান্ত ম্যাসির সঙ্গে যৌথভাবে। জবাবে শাহরুখ খান বলেন,
“আমার মনে হচ্ছে আমি এই দেশের রাজা! এত সম্মান, এত দায়িত্ব—এখন আরও বেশি পরিশ্রম করতে হবে।”
বর্তমানে শাহরুখ ব্যস্ত রয়েছেন তাঁর নতুন সিনেমা ‘কিং’-এর প্রস্তুতিতে, যেখানে প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে তাঁকে এবং তাঁর মেয়ে সুহানা খানকে। ছবিটিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, ববি দেওল, আরশাদ ওয়ারসির মতো তারকারা।
১২৩ বার পড়া হয়েছে