সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মো:আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মো:আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্তবর্তী মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকার মাদকদ্রব্য, দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ হত্যা মামলার এক আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

একই অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৬ আগস্ট) ভোররাতে ৪৭ বিজিবির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন— দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী (২৭) এবং একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯)।


বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল এবং ৫০ এমএল পরিমাণের ২০ বোতল এলএসডি। জব্দকৃত মাদক ও অস্ত্রের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক সিনবাদ আলী চলতি বছরের জুন মাসে দৌলতপুর আশ্রায়ন বিওপি এলাকায় সংঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও অস্ত্র চোরাকারবারি হিসেবে পরিচিত।


প্রসঙ্গত, গত ২৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মহিষকুন্ডি ঠোঁটারপাড়া মাঠে মাদক সংক্রান্ত বিরোধের জেরে মোহন আলী (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, “জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন