সর্বশেষ

আন্তর্জাতিক

আলাস্কায় বৈঠকে অনিশ্চয়তা: ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বহুল প্রত্যাশিত আলোচনায় কোনো চুক্তি না হওয়ায় কিয়েভ সাময়িক স্বস্তি পেলেও ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ।

আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের একটি সামরিক ঘাঁটিতে শুক্রবার প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আলোচনায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।

বৈঠকের পর ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, যুদ্ধ বন্ধের সর্বোত্তম উপায় হলো স্থায়ী শান্তি চুক্তি; সাময়িক যুদ্ধবিরতি নয়, কারণ তা দীর্ঘস্থায়ী হয় না। যদিও কোনো নির্দিষ্ট সমঝোতায় পৌঁছানো যায়নি, তবুও তিনি আলোচনায় অগ্রগতির দাবি করেছেন।

অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন সংকটের স্থায়ী সমাধানে তিনি আন্তরিকভাবে আগ্রহী। তবে তিনি একইসঙ্গে সংঘাতের মূল কারণ নিয়েও মন্তব্য করেন, যা অনেকের কাছে উদ্বেগজনক। ক্রেমলিনের ভাষ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, রাশিয়া এখনো ইউক্রেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে নারাজ, এবং যুদ্ধ অব্যাহত রাখার ইঙ্গিত স্পষ্ট।

এই অবস্থায় সোমবার (১৭ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে ধারণা করা হচ্ছে, আলাস্কার বৈঠকে ইউক্রেন বিষয়ে কোনো চুক্তি না হওয়ায় তাৎক্ষণিক কিছুটা স্বস্তি মিলেছে। কারণ, যদি আঙ্কোরেজ বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত ঘোষিত হতো, তা নিয়ে ইউক্রেনীয়দের মধ্যে সন্দেহ ও হতাশা তৈরি হতো।

তবে বিশ্লেষকরা বলছেন, এ অনিশ্চয়তা খুব বেশি স্বস্তি দিচ্ছে না। বিবিসি মনিটরিংয়ের রাশিয়ান সম্পাদক ভিটালি শেভচেঙ্কোর মতে, রাশিয়ার মনোভাব এখনো আগের মতোই কঠোর। তিন বছর পার হলেও যুদ্ধ থামছে না, বরং ভবিষ্যতেও হামলা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন ইউক্রেনবাসী।

পশ্চিমা বিশ্বের নির্ধারিত সময়সীমা ও হুমকিও কার্যকর হয়নি বলে দেখা যাচ্ছে। সবমিলিয়ে আলাস্কা বৈঠক থেকে শান্তির পরিবর্তে অনিশ্চয়তাই ফিরেছে ইউক্রেনে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন