সর্বশেষ

সারাদেশ

সরকার বিরোধী মামলায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জি. এম. রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কৈখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রেজাউল করিম শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে শ্যামনগর থানায় দায়ের হওয়া একটি রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, চলতি বছরের ৫ জুন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের হয়, যেখানে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মীকে আসামি করা হয়। যাদবপুর গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহ মামলাটি দায়ের করেন। জি. এম. রেজাউল করিম ওই মামলার ১২ নম্বর আসামি।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন