সর্বশেষ

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ‘সমস্যা’ হিসেবে দেখছেন ডেনিশ প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৯:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি ‘সমস্যা’ বলে উল্লেখ করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

গাজা যুদ্ধ এবং পশ্চিম তীরে চলমান মানবিক সংকটকে কেন্দ্র করে শনিবার এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ডেনিশ দৈনিক জিল্যান্ডস-পোস্টেনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেতানিয়াহু নিজেই এখন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। ইসরায়েলি সরকার সীমা ছাড়িয়ে যাচ্ছে।’

ডেনমার্ক বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঘুর্ণায়মান সভাপতির দায়িত্বে রয়েছে। এই প্রেক্ষাপটে ফ্রেডেরিকসেন জানিয়েছেন, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন তিনি।

তিনি বলেন, ‘আমরা এমন একটি দেশ, যারা ইসরায়েলের প্রতি রাজনৈতিক চাপ বাড়াতে চায়। তবে এখনো ইউরোপীয় ইউনিয়নের অন্য সদস্য দেশগুলোর প্রয়োজনীয় সমর্থন পাইনি।’

ডেনিশ প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার বিষয়টি এখন বিবেচনায় রয়েছে। এসবের মধ্যে বাণিজ্যিক ও গবেষণা খাতেও নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবা হচ্ছে—যা হতে পারে ইসরায়েলি বসতি স্থাপনকারী, মন্ত্রিসভার সদস্য কিংবা পুরো রাষ্ট্রটির ওপর।

তিনি বলেন, ‘আমরা এখনই কিছু বাতিল করে দিচ্ছি না। যেমনটা রাশিয়ার ক্ষেত্রেও করা হয়েছিল, তেমনভাবেই আমরা চাই এই নিষেধাজ্ঞাগুলো বাস্তব ও কার্যকর হোক।’

উল্লেখযোগ্য বিষয় হলো, ডেনমার্ক এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর তালিকায় নেই। তবে চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশটির অবস্থান আরও কঠোর ও সক্রিয় হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন