উজানের ঢলে যমুনার পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে দ্রুত হারে। দুই সপ্তাহ ধরে ধীরগতিতে পানি বাড়লেও, গত তিন দিনে তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
এতে করে চরাঞ্চলের নিচু ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। একইসঙ্গে ফুলজোড় ও করতোয়াসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।
তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি বৃদ্ধি সত্ত্বেও বন্যার কোনো আশঙ্কা নেই।
শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয় ১২.৪৭ মিটার, যা গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বেড়েছে। বিপৎসীমা ১২.৯০ মিটার হওয়ায় বর্তমানে নদীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচে রয়েছে। আগের দুই দিন এই পয়েন্টে পানি বেড়েছে যথাক্রমে ২২ ও ২৩ সেন্টিমিটার।
অন্যদিকে, জেলার কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে পানি রেকর্ড হয়েছে ১৪.০৪ মিটার, যা বিপৎসীমা (১৪.৮০ মিটার) থেকে ৭৬ সেন্টিমিটার নিচে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টেও পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন জানান, “উজানের পাহাড়ি ঢল এবং ভারি বৃষ্টির কারণে যমুনার পানি বেড়েছে। এর ফলে চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানি আরও দু–একদিন বাড়লেও এটি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই।”
স্থানীয়রা বলছেন, প্রতিবছর বর্ষা মৌসুমে এমন পরিস্থিতির মুখোমুখি হলেও এবার এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তবে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
১০৫ বার পড়া হয়েছে