খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়িতে ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে শহরের লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণেই শেষ হয়।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিভিন্ন সংগঠন ও উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের এই ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান তারা।
দিবসটি উপলক্ষে গীতাপাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে শোভাযাত্রা এবং দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে শিশু-কিশোরদের জন্য ধর্মীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শ্রীকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে আয়োজিত হয় আরতি, গীতাপাঠ, প্রার্থনা, মহাভোগ এবং প্রসাদ বিতরণ।
আনন্দ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় জন্মাষ্টমীর এ বর্ণাঢ্য অনুষ্ঠান।
১৫২ বার পড়া হয়েছে