ঝিনাইদহে রেল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘রেল লাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি’।
মানববন্ধনে অংশ নেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ব্যানার-ফেস্টুন হাতে তারা ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের এ দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. এস এম মশিউর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক অ্যাড. আলাউদ্দিন আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, এন এম শাহজালাল, সাবেক কমিশনার মাহবুবুর রহমান শেখর, ব্যবসায়ী নেতা মনিরুজ্জামান খান মিঠু, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঝিনাইদহবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন হলো রেল যোগাযোগ, একটি সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জেলার পাশাপাশি গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থ-সামাজিক ও শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে।
তারা আরও বলেন, এ অঞ্চলে এমন অনেক সংস্থা ও প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর সমন্বয়ে সহজেই এসব স্থাপনা গড়ে তোলা সম্ভব। অবিলম্বে এসব দাবির বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে একই দাবিতে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
১৬৪ বার পড়া হয়েছে