সর্বশেষ

সারাদেশ

নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া গ্রামে বিদ্যুতের তারে শর্টসার্কিট হয়ে কলেজ শিক্ষার্থী বিজয় কর্মকার (১৮) গুরুতর আহত হয়ে মারা গেছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় ওই গ্রামের বাসু কর্মকারের ছেলে এবং মাইজপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বিজয় বিকেলে পাশের বাড়ির তিনতলার ছাদ থেকে শুকানো কয়লা আনতে গেলে বিদ্যুতের তারে আটকা পড়ে বিদ্যুত্পৃষ্ট হন। এরপর তিনি পাশের একটি টিনসেড ঘরের চালার ওপর এবং পরে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত নড়াইল সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেলী জামান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, মাইজপাড়া গ্রামে বিদ্যুত্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকার কারণে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন