শিবালয়ে বন্যার ঝুঁকিতে চরবাসীদের জন্য উঁচু রাস্তা নির্মাণ শুরু

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৬:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে বসবাসকারী মানুষের বন্যাকালীন দুর্ভোগ লাঘবে আশ্রয়স্বরূপ উঁচু রাস্তা নির্মাণ কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার তেওতা ও জাফরগঞ্জ চরে ভেকু দিয়ে মাটি ফেলে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। সরেজমিনে কাজের অগ্রগতি তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
পানি উন্নয়ন বোর্ড থেকে দেশের ২০টি জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করা হয়েছে। মানিকগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত পদ্মা ও যমুনাসহ অসংখ্য শাখা নদীর কারণে এলাকাটি বন্যার ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে জেলার নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে।
বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে চরাঞ্চলে দুটি উঁচু রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রায় আট ফুট উচ্চতা এবং ১৩ ফুট প্রস্থের এই রাস্তাগুলো বন্যার সময় স্থানীয় মানুষ ও গবাদিপশুর জন্য অস্থায়ী আশ্রয় হিসেবে ব্যবহৃত হবে। রাস্তার দৈর্ঘ্য তিনশ’ ও চারশ’ মিটার নির্ধারণ করা হয়েছে। নির্মাণ কাজে অংশ নিয়েছেন প্রায় ৫০ জন শ্রমিক।
স্থানীয় বাসিন্দাদের মতে, নদীর মধ্যে অবস্থানের কারণে তাদের বসবাস সবসময়ই অনিরাপদ। বর্ষা ও বন্যার সময় চরাঞ্চল প্লাবিত হলে নিরাপদে থাকার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই এই রাস্তা তাদের জন্য বড় সহায়তা হবে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “পানি উন্নয়ন বোর্ড থেকে বন্যার আশঙ্কা প্রকাশের পর আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে দুইটি রাস্তা নির্মাণের কাজ চলছে এবং খুব শিগগিরই তা শেষ হবে।”
১০৮ বার পড়া হয়েছে