কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেয়া হবে না : উপদেষ্টা

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কৃষিমার্কেট পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ পরিদর্শনে যান।
নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ সফর করেন উপদেষ্টা। তিনি বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি দোকানিদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করেন এবং এর ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, “পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সবাইকে এর ব্যবহার বন্ধে এগিয়ে আসতে হবে।”
এসময় নির্বাচনের প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।”
চাঁদাবাজি বিষয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেয়া হবে না। যত বড়ই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সবজির দাম কিছুটা বেড়েছে, তবে বাজার এখনো স্বাভাবিক আছে। তার ভাষায়, “প্রচুর বৃষ্টির কারণে শাক-সবজির সরবরাহ কিছুটা কমেছে, যার প্রভাব পড়েছে দামে। যদিও পর্যাপ্ত পরিমাণ আলু মজুত রয়েছে, পাইকারি থেকে খুচরা বাজারে আসার পথে দাম বাড়ছে। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না, লাভ করছে মধ্যস্বত্বভোগীরা।”
এর আগে তিনি জানান, আসন্ন নির্বাচনে ৮০ হাজার সেনাসদস্য মাঠে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষায়।
১০৭ বার পড়া হয়েছে