কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ ৫:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাবনা–কুষ্টিয়া হাইওয়ে সড়কের বারোমাইল এলাকায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেস চলাকালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনার সূত্রপাত ঘটে, যখন প্রায় ১০টি মোটরসাইকেল উচ্চগতিতে রেসিং করছিল বারোমাইলের লালন শাহ সেতু থেকে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নাহিদ হোসেন (১৭) নামে এক কিশোর মারা যান, যার বাড়ি দৌলতপুর উপজেলার তাগুনিয়া সরদারপাড়া গ্রামে। তার বন্ধু সিয়াম হোসেন (১৬), যিনি একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে, গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলগুলো লালন শাহ সেতু থেকে দ্রুতগতিতে রেসিং করছিল। সংঘর্ষের ফলে দ্রুতই ঘটনাস্থলেই নিহত হন নাহিদ। আহত সিয়ামকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।
অপরদিকে, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
২০৯ বার পড়া হয়েছে