সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে কলাগাছের আঁশে নারীদের হস্তশিল্প বিপ্লব

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ ২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের সদর উপজেলার কুহালং ইউনিয়নের আমতলী পাড়ায় কলাগাছের আঁশকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি ব্যতিক্রমী হস্তশিল্প কেন্দ্র।

এখানকার পাহাড়ি নারীরা কলাগাছের আঁশ ব্যবহার করে তৈরি করছেন নানা ধরনের পরিবেশবান্ধব হস্তশিল্প পণ্য—যা তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও সৃজনশীলতাকে তুলে ধরছে দেশের মানুষের সামনে।

কলাগাছের আঁশ থেকেই তৈরি হচ্ছে উচ্চমানের পণ্য
স্থানীয়ভাবে সংগ্রহ করা কলাগাছের আঁশ থেকে তৈরি হচ্ছে ব্যাগ, জুতা, টেবিল মাদুর, কলমদানি, প্লান্টার বক্সসহ নানা ধরনের নান্দনিক শোপিস। প্রতিটি পণ্যই তৈরি হচ্ছে সূক্ষ্ম বুনন, নিখুঁত কারুকাজ ও সাংস্কৃতিক নকশার ছাপ রেখে।


প্রতিদিন সকালবেলা গৃহস্থালির কাজ সামলে নারীরা এসে জড়ো হন এই হস্তশিল্প কেন্দ্রটিতে। এখানে তাদের সময় কাটে সুতায় জীবন বুনে—কলাগাছের আঁশ থেকে শুরু করে সুতা তৈরির প্রক্রিয়া, তারপর সেই সুতা দিয়ে ধৈর্য ও দক্ষতার সঙ্গে হস্তপণ্যের কারুকাজ।


নারী উদ্যোক্তা ও টেকসই অর্থনীতির পথে পাহাড়
এই উদ্যোগ শুধু নারীদের আত্মনির্ভরশীল করে তুলছে না, বরং পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য ও শিল্পকে নতুন করে তুলে ধরছে জাতীয় পরিসরে। প্রকৃতির সঙ্গে মিল রেখে এই উদ্যোগ পাহাড়ে টেকসই অর্থনীতির সম্ভাবনার একটি দৃষ্টান্ত তৈরি করছে।

স্থানীয় সমাজকর্মী ও উদ্যোক্তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগ পাহাড়ের নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে।


প্রকৃতি, পরিশ্রম আর সংস্কৃতির সম্মিলিত রূপ
এই হস্তশিল্প কেন্দ্রটি যেন প্রকৃতি, পরিশ্রম ও সংস্কৃতির সম্মিলিত সৃজনশীলতার প্রতীক হয়ে উঠেছে। কলাগাছের আঁশ—যা একসময় উপেক্ষিত ছিল, এখন তা-ই হয়ে উঠেছে পাহাড়ি নারীদের জীবনের পরিবর্তনের হাতিয়ার।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন