শেখ মুজিবকে নিয়ে নাহিদের স্ট্যাটাস

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ ১:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
শুক্রবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান, তবে স্বাধীনতা সংগ্রামে তার ত্যাগ ও ভূমিকার স্বীকৃতি দেন।
স্ট্যাটাসে নাহিদ ইসলাম লেখেন, “শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তার ভূমিকা এবং ত্যাগের কথা আমরা স্বীকার করি, তবে তার শাসনামলের জাতীয় ট্র্যাজেডিগুলো ভুলে যাওয়া যায় না।” তিনি আরও বলেন, “১৯৭২ সালের সংবিধান চাপিয়ে দেওয়া, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বাকশালীয় স্বৈরাচারের ভিত্তি স্থাপন করা হয়েছিল।”
‘মুজিব উপাসনা’কে ফ্যাসিবাদী রাজনীতির ভিত্তি হিসেবে উল্লেখ
নাহিদ ইসলাম তার দীর্ঘ স্ট্যাটাসে আওয়ামী লীগের রাজনীতিকে "মুজিব উপাসনা ও মুক্তিযুদ্ধ উপাসনা"র সঙ্গে তুলনা করে বলেন, “এটি জনগণের ওপর আধিপত্য কায়েমের একটি রাজনৈতিক মূর্তিপূজা, যা গণতন্ত্রের ছদ্মবেশে আধুনিক জমিদারত্বের চেয়ে কম কিছু নয়।”
তিনি দাবি করেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান এই জমিদারত্বকে ভেঙে দিয়েছে। এখন আর কোনো ব্যক্তি বা পরিবার জনগণের ওপর ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পারবে না।”
‘মুজিববাদ একটি ফ্যাসিবাদী মতাদর্শ’ দাবি
নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে আরও বলেন, “মুজিব ও মুক্তিযুদ্ধের নামে মুজিববাদকে ফ্যাসিবাদী মতাদর্শে রূপান্তর করা হয়েছে, যা জোরপূর্বক গুম, হত্যা, ধর্ষণ, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং সংখ্যালঘুদের জমি দখলকে প্রতিনিধিত্ব করে।”
তার দাবি, “মুজিবকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করে তার মূর্তির আড়ালে অপহরণ, হত্যা, লুটপাট ও দমন-পীড়নের রাজনীতি চালিয়ে আসছে একটি গোষ্ঠী। এটি দেশকে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে।”
‘জনগণের প্রজাতন্ত্র প্রতিষ্ঠাই লক্ষ্য’
স্ট্যাটাসের শেষাংশে নাহিদ ইসলাম লেখেন, “আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং একটি ফ্যাসিবাদী মতাদর্শের বিরুদ্ধে। আমরা একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই— যেখানে সব নাগরিক সমান, এবং কোনো নেতা জনগণের ওপরে থাকবে না। বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”
প্রতিক্রিয়া এখনো আনুষ্ঠানিক নয়
নাহিদ ইসলামের এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ইতোমধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। আওয়ামী লীগপন্থী মহল বিষয়টিকে ‘ইতিহাস বিকৃতি’ হিসেবে দেখছে, যদিও এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১০৮ বার পড়া হয়েছে