সর্বশেষ

জাতীয়

জন্মাষ্টমী উপলক্ষে শনিবার সড়কে ডিএমপির বিশেষ নির্দেশনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ওই দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ রুট যথাসম্ভব এড়িয়ে চলতে নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে উৎসবকে ঘিরে আয়োজিত ধর্মীয় শোভাযাত্রার সময় যানবাহন চলাচল ও জননিরাপত্তা নিশ্চিতে কিছু নির্দেশনাও জারি করা হয়েছে।

শোভাযাত্রার রুট

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোভাযাত্রাটি শুরু হবে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে। এরপর এটি পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত যাবে।

ডিএমপির নির্দেশনা

শোভাযাত্রা ঘিরে নাগরিকদের জন্য যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, তা হলো:

১. শোভাযাত্রার রুটে যানবাহন পার্কিং নিষিদ্ধ।
২. উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না।
৩. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শুরুর স্থান থেকেই যোগ দিতে হবে, মাঝপথে অংশ নেওয়া যাবে না।
৪. নিরাপত্তার জন্য হ্যান্ড ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি বহন নিষিদ্ধ।
৫. শোভাযাত্রায় ফলমূল ছোড়া যাবে না।
6. রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
৭. সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।
৮. স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলতে হবে।
৯. ব্যারিকেড ও আর্চওয়ের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএমপি

ডিএমপি জানিয়েছে, শোভাযাত্রা ঘিরে নগরবাসীর চলাচলে যাতে সমস্যা না হয়, সেজন্য বিকল্প রুট ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে শোভাযাত্রা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে পুলিশ।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন